Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
সেলাই ভর্তি নোটিশ
বিস্তারিত





গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

মহিলা ‍ও শিশু বিষয়ক মন্ত্রণালয়

জাতীয় মহিলা সংস্থা,

জেলা কার্যালয়, কুষ্টিয়া।

স্মারকনং- ৩২.০২.৫০০০.০০০.৩৬.০০২.৮৯/২১১                                                                  তারিখ: ১৪-১০-২০২৪ খ্রিঃ

 

 

প্রশিক্ষণর্থী ভর্তি বিজ্ঞপ্তি


সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়াধীন, জাতীয় মহিলা সংস্থা, কুষ্টিয়া জেলা কার্যালয়ে শিক্ষিত,অর্ধর্শিক্ষিত,বেকার,দুঃস্থ,বিত্তহীন বিধবা ও স্বামী পরিত্যাক্তা মহিলাদের জন্য সেলাই ও এমব্রয়ডারী“ বিষয়ে প্রশিক্ষণের জন্য ৩৬ তম ব্যাচে (নভেম্বর/২৪- ফেব্রুয়ারী/২৫) ৪মাস মেয়াদী প্রশিক্ষণার্থী ভর্তির লক্ষ্যে নিম্নোক্ত শর্তসাপেক্ষে আবেদন আহবান করা হ’ল।


কার্যক্রম

সেবার নাম

ব্যাচনং

কোর্সেরমেয়াদ

শিক্ষাগত যোগ্যতা

প্রশিক্ষণার্থীর সংখ্যা

প্রশিক্ষণার্থীরবয়স

ক্লাসের সময় সূচি

বৃত্তিমূলকপ্রশিক্ষণ

সেলাই ও এমব্রয়ডারী

৩৬

৪ মাস

কমপক্ষে অষ্টম শ্রেণী পাশ

(১৫+১৫)=৩০

দুই শিফট

১৮-৪৫বছর

সকাল-৯.৩০-১২.৩০ দুপুর ১.৩০-৪.৩০


শর্তাবলীt

১।১৪-১০-২০২৪ তারিখ থেকে ২৮-১০-২০২৪ পর্যন্ত সকাল ৯.৩০ থেকে বিকাল ৪.৩০টা পর্যন্ত

   আবেদন ফরম সংগ্রহ ও জমা দেয়া যাবে।

২।আবেদন জমা দেয়ার সময় আবেদনকারীকে ০২ কপি ছবি,শিক্ষাগত যোগ্যতার সনদ (যে কোন ১টি)ও

   জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি সংযুক্ত করতে হবে।

৩।২৯-১০-২০২৪  তারিখ বেলা ১১ টায় এই অফিসে আবেদনকারীদের সাক্ষাতকার গ্রহণ করা হবে।





               

(মোছাঃ রোকসানা বেগম)

জেলা কর্মকর্তা

জাতীয় মহিলা সংস্থা,কুষ্টিয়া।


সদয় অবগতির জন্য অনুলিপি প্রেরণ করা হলোঃ

১।নির্বাহী পরিচালক,জাতীয় মহিলা সংস্থা, ১৪৫ নিউ বেইলী রোড,ঢাকা।

২।জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত)কুষ্টিয়া।

৩।উপজেলা নির্বাহী কর্মকর্তা কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।

৪।অফিস নথি।     

 

                                                       

ডাউনলোড
ছবি
প্রকাশের তারিখ
15/10/2024
আর্কাইভ তারিখ
29/10/2024